
কুরআনে অগ্নিসংযোগকারী
হেফাজতিদের গ্রেপ্তার দাবি:কুমিল্লায় সুন্নি মহাসমাবেশে বক্তারা
স্টাফ রিপোর্টার।। ইসলাম, পবিত্র
কুরআন ও মহানবী (সা:) এর অবমাননাকারী নাস্তিক ব্লগার ও মওদুদী জামায়াত-
হেফাজতিদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্�োচ্চ শাস্তির বিধান রেখে কঠোর আইন
প্রণয়ন করার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা। গতকাল
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সুন্নী মহা সমাবেশ থেকে
নেতৃবৃন্দ সরকারের কাছে এ দাবি জানান।
সংগঠনের সভাপতি আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত
সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা বলেন, আল্লাহ ও রাসুল (সা:)কে
কটাক্ষকারী না�িক ব্লগারদের শাস্তির পাশাপাশি আল্লাহ ও রাসুল (সা:) এর
বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য ও বই লেখায় ওহাবী ও মওদুদীবাদীদের কঠোর
শাস্তির আওতায় আনতে হবে। একই ভাবে সংবিধানে আল্লাহ ও রাসুল (সা:) এর উপর
পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে।
বক্তারা বলেন- পবিত্র মসজিদ, মাজার শরীফ, পবিত্র কুরআন ও হাদিস শরীফে
অগ্নিসংযোগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আলেমদের উপর হামলাকারী
হেফাজত-জামায়াত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে শা�ি প্রদান করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ আলী হোছাইন, শাহজাদা সাইফুদ্দিন আহমদ
আল হাছানী, ঢাকায় সুন্নী মহাসমাবেশের আহ্বায়ক আলহাজ্ব মাওঃ এম.এ. মতিন,
গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যন আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মাওঃ
হারুনুর রশীদ ভূইয়া আশরাফী আল-কাদেরী, আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন
আলকাদেরী, আলহাজ্ব মাওঃ মোঃ আবদুল মতিন, শাহজাদা গোলাম আবদুল কাদের
কাওক্বাব, শাহজাদা মোহাম্মদ পেয়ারা, শাহ্ মোঃ আলমগীর খাঁন, আলহাজ্ব ডা.
মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মাওঃ নজরুল ইসলাম সাদকপুরী, হাফেজ মাওঃ
আমিনুল ইসলাম আকবরী, আবুল হোসেন মোল্লা, শাহজাদা কুতুব উদ্দিন শাহেদী
বখ্শী, শাহ্ মোঃ নাদিমুর রশীদ আলকাদরী, অধ্যক্ষ মাওঃ আবদুল মতিন, আলহাজ্ব
মুফতী মহিউদ্দিন লতিফী, হাফেজ মাওঃ জুনাইদুল হক নকশ্বন্দী, আলহাজ্ব অধ্যক্ষ
মাওঃ অলি আহমদ, শাহজাদা জাহান শাহ আবেদী, শাহজাদা মাওঃ আলাউদ্দিন, মাওঃ
বেলাল হোসেন চিশতী, আলহাজ্ব মাওঃ আবু ছুফিয়ান আবেদী, হাফেজ মাওঃ মোঃ
ইব্রাহীম, শাহজাদা জিল্লুর রহমান, শাহজাদা মাওঃ মোঃ নাজমুল হক, আলহাজ্ব
মাওঃ আঃ মান্নান জেহাদী, মাওঃ নজরুল ইসলাম রেজভী, শাহজাদা সোহরাব হোসেন
জালালী, আলহাজ্ব মাওঃ সৈয়দ আবু তাহের হেছামী, আলহাজ্ব মাওঃ আঃ হাই বখশী,
আনোয়ার হোসেন খোকন, শাহ মোঃ ইউনুছ গাফফারী বখশী, আবুল কাশেম (সাবেক
কমিশনার), শাহজাদা মাহবুব ইলাহ, মোহাদ্দেস গোলাম মোস্তফা শাহ্, মোঃ শরিফুল
ইসলাম, মাওঃ জসিম উদ্দিন ওয়াহেদী, মাওঃ মফিজুর রহমান হেলালী, মাওঃ ছাদেকুর
রহমান খান, শাহজাদা শেখ সাদী আবদুল্লাহ, মাওঃ মাসুদ আলম পাটোয়ারী, মোঃ
খোরশেদ আলম এম.এ, এস.কে.এম মোস্তাফিজুর রহমান, মাওঃ আবদুল মান্নান, মোঃ
তাবারুক হোসাইন ও গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তারা বলেন, এদেশে ৫০ হাজার মাজার খানকা রয়েছে। সুন্নি জনতা জেগে উঠলে
হামলাকারী ওহাবি ও জামাতিরা পালানোর পথ খুঁজে পাবে না। সাম্প্রতিককালে
হেফাজতিরা জঙ্গীরূপে আর্বিভূত হয়ে কী ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা জাতি
প্রত্যক্ষ করেছে। অবরোধের নামে এমন তাণ্ডব এদেশের ইতিহাসে কখনো কেউ দেখেনি।
বিশেষ করে কোরআন ও হাদীস শরীফ পুড়িয়ে দেয়ার মত এমন জঘন্য অপরাধ এ পর্যন্ত
ইসরাইলের ইহুদীরাও করছে কিনা সন্দেহ রয়েছে বলে সমাবেশে বক্তারা মন্তব্য
করেন।
খাদেম মোঃ ফিরোজ, মাছুম বিল্লাহ মিয়াজী ও মানিক মিয়া খন্দকারের উপস্থাপনায়
অনুষ্ঠিত সমাবেশে মাওলানা এম এ মতিন বলেন, নাস্তিক্যবাদ ও জঙ্গীবাদের
বিরুদ্ধে সামাজিক- রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে এবং ১২ দফা দাবি বাস্তবায়নের
লক্ষ্যে ২৫ মে সকল সুন্নী জনতা ও পীর মাশায়েখ, খানকা-দরবারে উত্তরসূরীদের
ঢাকার সুন্নী মহাসমাবেশে যোগদান করতে হবে।
শাহজাদা সাইফুদ্দিন আহমদ আল হাছানী বলেন, ইসলাম ও ঈমান রক্ষার নামে যারা
পবিত্র কোরআন পুড়িয়ে দেয় তাদের মুখে ইসলামের কথা মানায় না। আল্লাহ ও মহানবী
(দঃ) এর বিরুদ্ধে ব্লগে যারা লিখছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি
দিতে হবে। উক্ত সমাবেশে কুমিল্লার প্রায় ৮০টি দরবার শরীফের পীর মাশায়েখগণ
উপস্থিত ছিলেন।
সূত্র-প্রেস বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment